উপকরণঃ
- মুরগির মাংস – ১ কিলো
- ৮/৯ টুকরো করা
- সাদা তেল – ২ বড় চামচ
- মধু – ১/২ কাপ
- লেবুর রস – ১/৩ কাপ
- সয়াসস – ১ বড় চামচ
- জল – ১/২ কাপ
- ময়দা – ১/২ কাপ
- কুচোনো পার্সলে পাতা – ১ বড় চামচ নুন
- গোলমরিচ স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- তেল গরম হলে মুরগির টুকরো শুকনো ময়দায় জড়িয়ে নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
- পার্সলে পাতা বাদে আর সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুরগিতে দিন।
- ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন।
- মুরগি সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হলে ভাল করে নাড়াচাড়া করে নামিয়ে উপরে পার্সলে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Leave a Reply