উপকরণঃ
- কলাই ডাল – ১/২ কাপ
- পেঁয়াজ কুচি – ২ টো
- ঘি বা সাদা তেল – দেড় টেবিল চামচ
- ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ প্রতিটা
- হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
- আস্ত জিরা – ১/৪ চা চামচ
- নুন – স্বাদমতো
প্রণালীঃ
- সাদা তেল বা ঘিয়ে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে তাতে ডাল দিয়ে আরও ৩/৪ মিনিট কষে নিন।
- এবারে গুঁড়ো মশলা মিশিয়ে ১ কাপ গরম জল দিন।
- ডাল খুব কম আঁচে সিদ্ধ করুন।
- ডাল শুকিয়ে ঝরঝরে হবে অথচ নরম হয়ে যাবে যখন তখন নুন দিয়ে নামান।
- গরম গরম পরিবেশন করুন।
Leave a Reply