উপকরণঃ
- মুরগি ছোটো ছোটো করা – ৫০০ গ্রাম
- সয়া সস – ৩ টেবিল চামচ
- কাঁচালঙ্কা – ৪/৫টা
- আদা কুচি – ১ চা চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- তেল – ২ টেবিল চামচ
প্রণালীঃ
- ২ টেবিল চামচ সয়া সসে মুরগির টুকরো ৬/৭ ঘন্টা ভিজিয়ে রাখুন।
- কাঁচালঙ্কা মোটা টুকরো করুন।
- তেল গরম হলে কাঁচালঙ্কা দিন।
- গরম তেলে দিয়েই তুলে নিন।
- মুরগির টুকরো সয়া সসের থেকে তুলে নিন।
- তেলে আদা কুচি দিন।
- এক মিনিট নেড়েই ভাজা মুরগি দিন।
- ১ টেবিল চামচ সয়াসস দিন। নুন দিন, কাঁচালঙ্কার টুকরোগুলো দিন।
- ১/২ পেয়ালা জল দিন। ৫/১০ মিনিট ঢিমে আঁচে রান্না করুন।
- যদি ঝোল না রাখতে চান তাহলে শুকিয়ে নিন।
Leave a Reply