উপকরণঃ
- মুগডাল – ৫০ গ্রাম খোলায়
- ভাজা বাঁধাকপি – আধখানা
- তেজপাতা – ২টো
- শুকনো লঙ্কা – ২টো
- জিরে – ১/৪ চা চামচ
- ছোট এলাচ – ২/৩টে
- লবন – ২/৩টে
- দারুচিনি – ২/৩ টুকরো থেঁতো করা
- নুন, মিষ্টি – আন্দাজমতো
- কাঁচালঙ্কা চেরা – ৩/৪ টে খোলায়
- ভাজা জিরে – ১/২ চা চামচ গুঁড়ো করা
- খোলায় ভাজা শুকনো লঙ্কা – ২ টো গুঁড়ো
প্রণালীঃ
- মুগডাল সিদ্ধ করে তাতে বাঁধাকপি দিন।
- কপি সিদ্ধ হলে নুন, মিষ্টি, কাঁচালঙ্কা দিয়ে আরও ৩/৪ মিনিট রান্না করুন।
- এবার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, জিরে, লবন, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে জল ঢেলে দিন।
- ফুটলে নামিয়ে তাতে ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।
Leave a Reply