উপকরণঃ
- চিংড়ি – ৫০০ গ্রাম
- কুচোনো পেঁয়াজ – ১টা
- রসুন বাটা – ১ চা চামচ
- কাঁচা লংকা বাটা – ১/২ চা চামচ
- জিরে বাটা – ১ চা চামচ
- ময়দা – ১ চা চামচ
- ভিনিগার – ১ টেবল চামচ
- ডিম – ১টা
- নুন – আন্দাজমতন
- চিনি – ১/২ চা চামচ
- ঘি অথবা সাদা তেল
প্রণালীঃ
- তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা বাদামি ভাজুন।
- বাটা মশলা, নুন, চিনি, মাছ সামান্য ভেজে জল দিন।
- ৩/৪ মিনিট ফোটান।
- ময়দা সামান্য জলে এলে মাছে দিন ঘন হয়ে গেলে।
- ডিম, ভিনিগার এক সাথে এলে নিয়ে মাছে দিন।
- ক্রমাগত নাড়তে হবে।
- মাখা মাখা হলে নামিয়ে নিন।
- খিচুড়ির সাথে পরিবেশন করুন।
Leave a Reply