উপকরণঃ
- রূপচাঁদা মাছ — ৫০০ গ্রাম
- পেঁয়াজ — ২টি বাটা
- ভাজা জিরের গুঁড়ো — ১ চা চামচ
- গরম মশলা — ১ চা চামচ
- আদাবাটা — ৪ চা চামচ
- কাঁচালঙ্কা — ৪/৫টা
- ধনেপাতা কুচোনো — ২ বড় চামচ
- টমেটো — ১টি
- তেজপাতা — ১টি
- রসুন — ৪/৫ কোয়া
- নুন — আন্দজমতো
- তেল — ভাজবার মতন
প্রণালীঃ
- মাছ অল্প সিদ্ধ করে এমনভাবে কাঁটা বেছে নিন যাতে ভেঙে না যায়।
- সিদ্ধ করা মাছ অল্প ভেজে তুলে নিন (যদি এভাবে করতে অসুবিধা হয় তাহলে মাছের মোটা করে ফিলে করে নিন)।
- তেলে তেজপাতা, থেঁতো করা রসুন, পেঁয়াজ বাটা ও কুচোনো টমেটো, আদা বাটা, কাঁচালঙ্কা, নুন, চিনি দিয়ে ঢিমে আঁচে ভালভাবে রান্না করুন।
- মাছ দিয়ে আরও ৩/৪ মিনিট রান্না করুন। সামান্য জল দিয়ে দু মিনিট ফোটান।
- ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলা দিয়ে নামান।
yeasin begum
assalamualikum, amar koi ek mash hoche bie hoeche je, ami ek bar o amar family ke ranna kore khaoate parini. but ai khan theke ami onek golo recipe print kore niechi. inshallah mon hoi parbo. amar jonno aro easy theke koek ta recipe dile ami onek khoushi hobo.
samanta
very goog recipe