উপকরণঃ
- বড় রুই মাছ – ৫০০ গ্রাম
- নারকেলের দুধ – ১ কাপ
- কাঁচা লংকা – ২/৩ টে
- ছোট এলাচ – ৩/৪ টে
- লবন – ৩/ ৪ টে
- দারুচিনি – ১ ইঞ্চি পরিমান
- তেজপাতা – ২ টো
- নুন – স্বাদ অনুযায়ী
- তেল – ২ চা চামচ
- বড় পেঁয়াজ – ১ টা বড় টুকরো করে কাটা
প্রণালীঃ
- মাছ টুকরো করে তাতে নুন মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিন।
- এবারে তেলে কাটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজুন।
- কিন্তু সেটা লাল হবে না।
- এবার তেলে তেজপাতা, আস্ত গরম মশলা দিন।
- সেই সাথে নারকেলের দুধ, মাছ, কাঁচা লংকা কুচি করে কেটে দিন।
- আর পরিমাণ মতো নুন দিন।
- ৪/৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।
Leave a Reply