উপকরণঃ
- মাঝারি সাইজের চিংড়ি – ৫০০ গ্রাম
- নারকেল কোরানো – ১/২ খানা
- সরষে বাটা – ৩ টেবিল চামচ
- রসুন – ১ টা বড়
- তেঁতুল গোলা – ১/৪ পেয়ালা
- কাঁচালঙ্কা – ৪/৫ টা তেল – ২ টেবিল চামচ
- কারিপাতা – ৫/৬ টা
- নুন – আন্দাজমতো
- হলুদ – ১/৪ চা চামচ
প্রণালীঃ
- চিংড়ি পরিস্কার করে নিন।
- রসুন খোসা ছাড়িয়ে থেঁতো করে নিন।
- কড়াইতে তেল গরম হলে রসুন দিন।
- একটু রং ধরলে নারকেল কোরা দিন।
- ভাজা গন্ধ বেরোলে চিংড়িতে হলুদ মাখিয়ে কড়াইতে দিন।
- চিংড়িতে সামান্য রং ধরলেই সরষে বাটা, কারিপাতা, তেঁতুলগোলা দিন।
- নুন দিন।
- ঢাকা দিয়ে কম আঁচে মিনিট পাঁচেক রান্না করুন।
- নামিয়ে নিয়ে কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখুন, শুকনো শুকনো হবে।
Leave a Reply