উপকরণঃ
- বড় চিংড়ি (খোসা ছাড়া) – ১ কিলো
- জাফরান – কয়েক পাতি
- ক্রিম – ১ কাপ
- আদা বাটা – ১ চা চামচ
- রসুন বাটা – ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ
- পাতিলেবুর রস – ১ টা
- সাদা তেল – ৪ টেবিল চামচ
- মাখন – ৫০ গ্রাম
- নুন – স্বাদমতো
প্রণালীঃ
- আদা, রসুন বাটা, লেবুর রস, সাদা তেল, নুন দিয়ে চিংড়ি মেখে রাখুন এক ঘন্টা।
- এক ঘন্টা বাদে ক্রিম, জাফরান, গোলমরিচ গুঁড়ো চিংড়িতে মাখিয়ে ছয় ঘন্টা রাখুন।
- ছয় ঘন্টা বাদে ওভেনে ১০ মিনিট বেক করুন।
- বেক হয়ে যাওয়ার পর বের করে ঠাণ্ডা করুন।
- এবারে মাখন দিয়ে আরও পাঁচ মিনিট বেক করে নিন।
- যে কোনও স্যালাডের সাথে পরিবেশন করুন।
Leave a Reply