উপকরণঃ
- ডিম – ৬টা
- ছোট সাইজের চিংড়ি – ২৫০ গ্রাম
- পেঁয়াজ মাঝারি সাইজের – ২ টো
- কুচোনো কাঁচালঙ্কা – ২/৩ টা
- কুচোনো মাখন – ৫০ গ্রাম
- বেকিং পাউডার – ১ চিমটে
- টমেটো – ১ টা
- কুচোনো ময়দা – ২ টেবিল চামচ
- নুন, মরিচ – স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- মাথা, খোসা বাদ দিয়ে চিংড়িগুলি ছোটো ছোটো করে কেটে নিন।
- ডিম ফেটিয়ে নিন।
- ফেটানো ডিমের সাথে ময়দা, মাখন, বেকিং পাউডার অন্যান্য সব উপকরণ মিশিয়ে নিন।
- পাত্রে মাখন অথবা তেল মাখিয়ে মিশ্রণটা দিয়ে ১০/১২ মিনিট বেক করুন।
- ডিমটা জমে একটু বাদামি রঙ ধরলেই ডিম চিংড়ি তৈরি।
Leave a Reply