উপকরণঃ
- রূপচাঁদা – দেড় কিলো
- পেঁয়াজ – ২টো
- টমেটো বড় – ১টা
- লঙ্কা বাটা – দেড় চা চামচ
- আদা বাটা – ১ চা চামচ
- কাজু বাদাম – ১০/১৫ টা
- কিসমিস – ২০/২৫টা নুন,
- চিনি – স্বাদমতো
- সাদা তেল – ২ টেবিল চামচ
- ছোট এলাচ – ৩/৪ টে
- লবন – ২/৩ টে
- দারুচিনি – ২/৩ টুকরো
প্রণালীঃ
- মাছ টুকরো করে কেটে নিন।
- কাজুবাদাম, কিসমিস বেটে নিন।
- আদা বাটা, লঙ্কা, কাজু, কিসমিস বাটা, নুন, চিনি একসাথে দিয়ে মাছটা মেখে রাখুন।
- পেঁয়াজ, টমেটো কুচিয়ে নিন।
- তেল গরম হলে গরম মশলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন।
- সামান্য রঙ ধরলে টমেটো কুচি দিন।
- টমেটো নরম হলে মশলা মাখানো মাছ দিন।
- ১/২ কাপ জল দিন।
- মাছ সিদ্ধ হলে ধনে পাতা কুচি কয়েকটি কিসমিস ছড়িয়ে নামান।
- মাখা মাখা হবে।
ভূলু'স রেসিপি
রুপচাঁদা মাছের আমার এই রেসিপিটি দেখতে পারেন – “রূপচাঁদা শুঁটকিতে টমেটো”
Link: http://vulusrecipe.blogspot.com/2010/06/blog-post.html
কেমন হল জানাবেন আমার ব্লগে মন্তব্য করে।
ধন্যবাদ
Vulu's Recipe
আমার রেসিপির ওয়েবসাইটটি এখন নিজস্ব সাইট http://www.vulusrecipe.com এ পাবেন।
ধন্যবাদ