উপকরণঃ
- চিংড়ি – মাঝারি সাইজের ১০/১২ টা
- কাঁচা আম ফালি করে কাটা – ১টা
- আস্ত শুকনো লঙ্কা – ২ টো
- নারকেল কোরা – ২ টেবিল চামচ
- জিরে – ১/২ চা চামচ
- সরষে – ১ চা চামচ
- সাদা তেল – ১ টেবিল চামচ
- কারি পাতা – ৮/১০ টা
- নুন – আন্দাজমতো
প্রণালীঃ
- কাঁচা আম, শুকনো লঙ্কা, নারকেল কোরা, জিরে বেটে নিন।
- তেল গরম হলে গোটা সরষে, কারি পাতা, বাটা মশলা, নুন, চিংড়ি দিন।
- একটু নাড়াচাড়া করে আন্দাজমতো জল দিন।
- চিংড়ি সিদ্ধ হলে নামান।
Leave a Reply