উপকরণঃ
- রুই মাছ ৫০০গ্রাম
- তেল – ৩/৪ চামচ
- ঘি – ২ চামচ
- কালো জিরে – ১ চামচ
- শুকনো লংকা ২/৩টে
- তেজপাতা ফোঁড়ন ১/২টা
- পেঁপে ৫০০গ্রাম
- পেঁয়াজ কুচি – ১/৪ কাপ
- কাচা লঙ্কা – ২/৩টা
- চিনি – স্বাদ অনুযায়ী
- নুন – স্বাদ অনুযায়ী
- কিসমিস – ৫/৬ দানা
- হলুদ গুঁড়ো — ১/৪ চা চামচ
প্রণালীঃ
- নুন-হলুদ মাখিয়ে মাছ ভেজে তুলুন।
- পেঁপে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন।
- মাছ ভাজা তেলেই ঘি দিন, কালো জিরে, শুকনো লংকা, তেজপাতা ফোঁড়ন দিন।
- পেঁয়াজ কুচি দিন। সোনালি রং ধরলে পেঁপে দিন, নুন, মিষ্টি, হলুদ, কাঁচা লংকা দিয়ে আঁচ কমিয়ে কষুন।
- কষা হয়ে এলে মাছ দিন, কিসমিস দিন, সামান্য জল দিন।
- ঢাকা দিয়ে মিনিট ৩/৪ রান্না করুন।
- আরও একটু ঘি দিয়ে নামান।
- মাখা মাখা হবে।
Leave a Reply