উপকরণঃ
- চিংড়ি মাছ — ৪০০ গ্রাম (পরিস্কার করা)
- লাল গুঁড়ো লঙ্কা — ১ চা চামচ
- কাঁচা লঙ্কা — ২/৩টি (থেঁতো করা)
- রসুন — ৫/৬ কোয়া (থেঁতো করা)
- অলিভ অয়েল অথবা সাদা তেল — ৪ বড় চামচ
- নুন, গোলমরিচ — স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- চিংড়ি মাছ ধুয়ে শুকিয়ে নিন।
- মাছে লাল লঙ্কার গুঁড়ো মাখুন।
- তেল গরম হলে থেঁতো করা রসুন সোনালি করে ভেজে নিয়ে চিংড়ি দিন।
- সাথে দিন কাঁচা লঙ্কা, নুন ও গোলমরিচ।
- দুই-তিন মিনিট রান্না করুন।
- এবার নামিয়ে পরিবেশন করুন।
Leave a Reply