উপকরণঃ
- রূপচাঁদা অথবা ভেটকির ফালি – ৮ খানা
- চাটনির জন্যে লাগবেঃ
নারকেল কোরা – ১/২ খানা
জিরা – ১ চা চামচ
কাঁচা লংকা – ৪/৫ টা
ধনে পাতা – ২/৩ আঁটি
চিনি – ১ চা চামচ - খান চারেক কলা পাতা আর পাতায় মাখাবার জন্য সামান্য তেল দরকার হবে
প্রণালীঃ
- প্রথমে মাছের চাটনির জন্যে ধনে পাতার সাথে পরিমাণ মতো নুন ও চিনি বেটে নিন।
- এবার বাটা চাটনিতে আপনার স্বাদ অনুযায়ী লেবুর রস অথবা তেঁতুলের জল মেশান।
- এবার এই মাছের প্রতিটা টুকরোতে চাটনি মাখান।
- কলাপাতার টুকরোয় সামান্য তেল মাখিয়ে নিন।
- তার মধ্যে চাটনি মাখান মাছের টুকরো দিয়ে মোড়ক তৈরি করে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিন। দেখবেন যেন ছিঁড়ে না যায়।
- এভাবে প্রতিটা টুকরোকে মোড়ক করুন।
- এবারে ঝাঁঝরা যুক্ত কোনও পাত্রে মাছের মোড়কগুলো সাজিয়ে নিন।
- একটা পাত্রে জল দিন।
- তার ওপরে মাছের পাত্রটা ২০/২৫ মিনিট ভাপে রাখুন।
Leave a Reply