উপকরণঃ
- বড় কই মাছ – ৬/৭ টা
- আদা বাটা – ১/২ চা চামচ
- পেঁয়াজ বাটা – ১ টা
- কাঁচা লঙ্কা বাটা – ৪ টে
- হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
- জিরের গুঁড়ো – ১ চা চামচ
- গরমমশলা গুঁড়ো – ১/২ চা চামচ
- ফোঁড়ন দেবার জন্য পাঁচফোড়ন – ১/৪ চা চামচ
- নারকেলের দুধ – ১ কাপ
- নুন, মিষ্টি – আন্দাজমত
প্রণালীঃ
- মাছে নুন, হলুদ মাখিয়ে সাঁতলে নিন।
- এবারে তেলে পাঁচফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা কষে নিন।
- হলুদ, জিরে গুঁড়ো জলে এলে কড়াইতে দিন।
- মাছ দিন।
- নুন আন্দাজমত দিন, ১/৪ চা চামচ চিনি দিন।
- জল শুকিয়ে গেলে নারকেলের দুধ দিন।
- ফুটে উঠলেই নামিয়ে গরমমশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ঢাকা না দিলে কিন্তু গন্ধ পালিয়ে যাবে।
Leave a Reply