উপকরণঃ
- পুদিনা পাতা – ১ আঁটি
- ধনেপাতা – ১ আঁটি
- পেঁয়াজ – ১ টা
- কাঁচালঙ্কা – ২ টো
- লেবুর রস – ১ টা
- নুন, চিনি – স্বাদ অনুযায়ী
- ভেটকি মাছের ফিলে – ২৫০ গ্রাম
প্রণালীঃ
- নুন, চিনি, লেবুর রস বাদে অন্য সব বেটে নিন।
- নুন, চিনি, লেবুর রস মিশিয়ে চাটনি বানিয়ে নিন।
- ভেটকি ফিলে লেবুর রস, নুন মাখিয়ে অন্তত এক ঘন্টা ভিজতে দিন।
- পরে সিদ্ধ করে নিন।
- সিদ্ধ হলে ফিলেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে চাটনির সাথে মিশিয়ে পরিবেশন করুন।
Leave a Reply