উপকরণঃ
- ভেটকি মাছ – ৫০০ গ্রাম
- সাদা তিল বাটা – ১ টেবিল চামচ
- পোস্ত বাটা – ২ টেবিল চামচ
- সরষের তেল – ৪ টেবিল চামচ
- নুন, মিষ্টি – আন্দাজমতো
- কাঁচালঙ্কা চেরা – ৪/৫ টা
- পেঁয়াজ – ১ টা কুচোনো
- আদা বাটা – ১/২ চা চামচ
- গরম জল – ১/৪ কাপ
- হলুদ গুঁড়ো – ১/৪ চা চামচ
প্রণালীঃ
- মাছে নুন, হলুদ মাখান।
- পোস্ত, তিল, আদা বাটা, নুন, মিষ্টি, ২ টেবিল তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে ১ ঘন্টা রাখুন।
- বাকি ২ টেবিল চামচ তেল কড়াইতে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন।
- স্বচ্ছ হয়ে এলে আঁচ কমিয়ে মাছ দিন।
- কাঁচালঙ্কা দিন।
- ফুটতে আরম্ভ করলে ঢাকা দিয়ে রান্না করুন।
- মাঝে মাঝে একটু নেড়ে দেবেন।
- মাছ সিদ্ধ হলে মাখা মাখা করে নামান।
Leave a Reply