উপকরণঃ
- রূপচাঁদা মাছ – ১ কিলো
- নারকেলের দুধ বার করে নিন – ১ টা
- শুকনো লাল লঙ্কা – ৪টে
- কাঁচালঙ্কা – ৪টে
- ধনে, জিরে আস্ত – ১ চা চামচ
- জোয়ান – ১/৪ চা চামচ
- আদা – ১ ইঞ্চি
- রসুন – ৭/৮ কোয়া
- টমেটো – ২ টো
- পেঁয়াজ – ১ টা
- ভিনিগার – যা লাগবে
- নুন, চিনি – স্বাদমতো
- হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
প্রণালীঃ
- মাছ টুকরো করে নুন মেখে রাখুন।
- অন্য সমস্ত উপকরণ ভিনিগার দিয়ে বেটে নিন।
- বাটা মশলাটা দেড় কাপ জলে এলে ফোটান।
- ফুটতে আরম্ভ করলে নুন, হলুদ গুঁড়ো দিন।
- নারকেলের দুধ দিন, চিনি ও মাছ দিন। মাছ সিদ্ধ হলে নামান।
Leave a Reply