উপকরণঃ
- মাগুর মাছ – ৫০০ গ্রাম
- চিঁড়ে – ২০০ গ্রাম
- তেল – ৬ টেবিল চামচ
- লঙ্কা, হলুদ, ধনে বাটা অথবা গুঁড়ো – প্রতিটা ১/২ চা চামচ
- ফোড়নের জন্য তেজপাতা – ১/২ টো
- আদাবাটা – ১ চা চামচ সরষে দানা – ১/৪ চা চামচ
প্রণালীঃ
- মাছে নুন, হলুদ মাখিয়ে সাঁতলে নিন।
- তেলে চিঁড়ে ভাজুন।
- এতে হলুদ দিন।
- ১ কাপ জল দিন।
- ধনে বাটা, লঙ্কা বাটা, মাছ দিন।
- ঘন হলে নামিয়ে নিন। আবার তেল চড়ান।
- তেজপাতা, সরষে ফোড়ন দিন।
- আদাবাটা দিয়ে একটু কষে নিয়ে মাছে ঢেলে দিন।
- পরিবেশনের আগে পর্যন্ত ঢাকা দিয়ে রাখুন।
Leave a Reply