উপকরণঃ
- রুই মাছ – ৭/৮ টুকরো
- দই – দেড় কাপ
- নুন – আন্দাজমতো
- হলুদ – ১/৪ চা চামচ
- লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
- তেজপাতা – ১ টি
- শুকনো লঙ্কা – ২ টি
- মেথি দানা – ১/৪ চা চামচ
- সরষেদানা – ১/৪ চা চামচ
- সরষের তেল – ২ টেবিল চামচ
প্রণালীঃ
- দইতে ১/২ কাপ জল দিয়ে মসৃণ করে ফেটিয়ে নিন।
- তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, সরষে ফোঁড়ন দিন।
- মাছে নুন, হলুদ মাখিয়ে সামান্য ভেজে নিন।
- ফেটানো দইতে হলুদ, লংকা গুঁড়ো মিশিয়ে মাছে ঢেলে দিন।
- নুন আন্দাজমতো দিন।
- ঝোল ঝোল থাকতে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন।
Leave a Reply