উপকরণঃ
- বড় রুই মাছের টুকরো – ৮/৯ টুকরো
- হলুদ – ১/২ চা চামচ
- নুন – আন্দাজমতো
- দই – ১০০ গ্রাম
- পেঁয়াজবাটা – ২ টো
- আদাবাটা – ১ চা চামচ
- কিসমিসবাটা – ২ চা চামচ
- জিরের গুঁড়ো – ১ চা চামচ
- সাদা তেল – ৪ টেবিল চামচ
- ক্রিম – ১০০ গ্রাম
- ঘি – ২/৩ চা চামচ
- গরমমশলা – ১ চা চামচ
- চিনি – ১ চা চামচ
- মৌরিবাটা – ১ টেবিল চামচ
- লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
প্রণালীঃ
- মাছ নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।
- ক্রিম, ঘি, গরমমশলা বাদে তেলে সব মশলা দিন।
- কষা হলে দই ভালো করে ফেটিয়ে কষা মশলায় দিন।
- কিছুক্ষণ বাদে তেলে ভাজা মাছগুলো দিন।
- ১ কাপ জল দিন।
- জল শুকিয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঘি, গরমমশলা, ক্রিম দিন।
- কোর্মা তৈরি।
Leave a Reply