উপকরণঃ
- মাঝারি সাইজের বাগদা চিংড়ি – ১০/১১ টা
- আদা, রসুন বাটা – প্রতিটা ১ চা চামচ
- ভাজা জিরের গুঁড়ো – ১/২ চা চামচ
- ধনেগুঁড়ো – ১/২ চা চামচ
- আমূল চিজের কিউব কোরানো
- ক্রিম – ২৫ গ্রাম
- দই – ৫০ গ্রাম পানি ছঁকা
- গরমমশলা – ১/২ চা চামচ
- লেবুর রস – ১ টেবিল চামচ
- নুন – স্বাদমতো
- কাঁচালঙ্কা বাটা – নিজস্ব স্বাদ অনুযায়ী
প্রণালীঃ
- সব মশলা দিয়ে সব চিংড়ি মাছ মেখে অন্তত এক ঘন্টা রেখে দিন।
- ওভেনে ১০ মিনিট গরম হতে দিন।
- তারপর মাখা চিংড়িটা দিন।
- মিনিট ১৫ মাঝারি তাপে রান্না করুন।
- রান্না হয়ে গেলে পেঁয়াজ, শশা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Leave a Reply