উপকরণঃ
- মাংস – ১ কেজি
- দই – ৭০০ গ্রাম
- ঘি – ৫০ গ্রাম
- ছোটো এলাচ – ২টো
- বড় এলাচ – ২টো
- লবঙ্গ – ৪টে
- দারচিনি – ২টো
- তেজপাতা – ৩টে
- মৌড়ি গুঁড়ো – ১ চামচ
- নুন – আন্দাজমতো
- বেসন – ২ চামচ
- শুকনো আদা গুঁড়ো – ১ চামচ
- লাল লঙ্কার গুঁড়ো – দেড় চামচ
প্রণালীঃ
- দইয়ের মধ্যে নুন, বেসন, মৌড়ি গুঁড়ো, শুকনো আদা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
- কড়াইয়ে ঘি গরম করে গরমমশলা দিয়ে একটি নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিন।
- এরমধ্যে ফেটানো দই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।
- নাড়তে নাড়তে শুকিয়ে এলে অল্প জল দিন।
- মাখা মাখা নামিয়ে নিন।
Leave a Reply