কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান
বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া হঠাৎ কুন ছুটবে তুফান ॥
যখন নদী হুমা ডাকে, জাহাজ নৌকা দূরে থাকে।
ত্রিবেণী আর গোল্লার বাঁকে সাধু যারা করে স্নান।
সেই নদীতে তিনটি ধারা, তিন পর্দাতে আছে বেড়া
হিমালয় পর্বতের চূড়া, ভেঙে আসে জলের টান।
অমাবস্যা পূর্ণিমাসি সাবধানে থাকিও বসি।
জাহাজ নৌকা বান্ধ কষি, নিয়ে সমুদ্রের উজান।
ছয়জনারে বাধ্য করে, ছাড় নৌকা তিন দিন পরে
বেপার করে আসবে ঘরে, না হইলে পড়বে লোকসান ॥
কৃষ্ণপক্ষের প্রতিপদে থাকিও খুব সংযমেতে
ষষ্ঠী ও অষ্টমী গতে, চক বাজারে দাও চালান।
চতুর্থ তারিখে সোনা, বেপার হইবে দুনা।
নবমীতে কেউ যাইয়ো না রশিদ উদ্দির কথা মান ॥
যখন নদীর জোয়ার আসে রত্ন মানিক কতই ভাসে
সাধুজনায় আশার আশে, নদীর পাড়ে নিল স্থান।
মায়ায় জমাইছে বাজার, তিনদিন মাত্র চলে কারবার
কিনতে গিয়া সব দোখানদার, হইল কত পেরেশান ॥
আবরণ সম্বরণ নামে, দুইটি সুতা ডাইনে বামে
চলিতেছে যার তার কামে, বেদের তত্ত্ব তার প্রমাণ।
আর এক সুতার নাম প্রসারণ, সেই সুতায় সাধন করণ
মনের আশা হবে পূরণ, সম্মুখে পইবে ময়দান ॥
পূর্ববর্তী:
« কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
« কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
পরবর্তী:
কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায় »
কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায় »
Leave a Reply