এই ভবসাগরে প্রেমেরই লহরে
বাইয়া যাও মানবতরী মনে আছে যার ॥
চৌদ্দ পোয়া লম্বা তরী মোল জনা দাঁড়ের দাঁড়ি
পাঁচজনা প্রহরী, চারজনা চরণদার।
বাও দেখি তাড়াতাড়ি বেলা আছে দণ্ড চারি।
নৌকায় তোমার মন-বেপারী ধরিবে কাণ্ডার ॥
নায়ে দুইশ ছয়টি জোড়া চব্বিশখানা দিছে গোরা
মানবতরী করল খাড়া কেমন পরিষ্কার ॥
লোহা ছাড়া তক্তা গাড়া চার রঙে তার বার্নিশ করা।
কোঠায় কোঠায় জিনিস ভরা অনেক প্রকার।
বাইয়ো তরী ধীরে ধীরে মাল ভরিও মণিপুরে
থাইকো নদীর দক্ষিণ পাড়ে করিলে বেপার ॥
মদনগঞ্জের বাজারে বিকি দিয়ে লাভ করে
আসলেতে খাস্তা পড়ে যায় না যে কাহার
সাবধান সাবধান বলি সঙ্গে রাইখ পুঞ্জির থলি
সেদেশের লোক বড়ই খলি ঠগেরি কারবার ॥
রশিদ উদ্দিন বলে খাঁটি গুরু নামের নিয়ে চিঠি
সেই বাজারে একজন বেটি মহাল তশীলদার ॥
পূর্ববর্তী:
« এই ভবসাগরে প্রেমেরই লহরে
« এই ভবসাগরে প্রেমেরই লহরে
পরবর্তী:
এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার »
এই ভবের বাজার, নূর নবী ম্যানেজার »
Leave a Reply