চলছে দমের গাড়ি
দিবানিশি বিশ্রাম হয় না (যাইতে) রাজা কুণ্ডের বাড়ি ॥
মুলাধার গুহ্যমূলে, প্রথম গাড়ির লাইন খুলে,
রক্তবরণ চতুর্দলে আছে সারি সারি।
জীবাত্মা পেসেঞ্জার হইয়া করছে বাবুগিরী
কুণ্ডলীনি মহারাণী চতুর্ভুজাধারী ॥
শিক্ষাগুরু টিকেট মাস্টার, শ্রী গুরু হইয়াছে ড্রাইভার।
ডাকিনী শক্তির সঞ্চার, করছে ইঞ্জিনিয়ারী
অপাঙ বায়ুর চোটে গাড়ি চলছে তাড়াতাড়ি।
তিনহাজার ছয়শ মাইল দূরে, দিছে সিগন্যাল ডাউন করি ॥
ষড়দল সাদিস্টিনে, বোম্বাই জেলার ইস্টিশনে
বস্তাভরা মাল আনে, করতে দোকানদারি।
মাল টানিতে ছয় ডাকাতে করছে ওরা-ওরি।
কারো কথা কেউ শুনে না লাগছে বিষম মারামারি ॥
ডাকেনি শক্তি তাতে টিকেট সাইন করে হাতে
ভূতাত্মা তার মাঝেতে করছে পেসেঞ্জারি
মণিপুরে যাইতে গাড়ি ঘন্টিত পড়ল বারি
সাবধানে থাকিও তোমরা হয় যে কত চুরিজারি ॥
মণিপুরে কি চমৎকার, লাইন খুলেছে বাহাত্তর হাজার
আত্মারাম হইয়া পেসেঞ্জার করছে দৌড়াদৌড়ি
পদ্মযোনি ইঞ্জিনিয়ার করছে ট্রাই গাড়ি।
মাধবী গোস্বামী তাতে করছে টিকেট কালেকটারি ॥
দ্বাদশ গোপাল টিকেট কাটে, চলছে পরাণ বায়ুর চোটে
‘ডাকিনী’ শক্তি তাতে আহা মরি মরি।
বার দলে হৃদকমলে দমদমার কাচারী
রামেশ্বর পেছেনজার হইয়া হাওয়ার গাড়ি দিল ছাড়ি ॥
ষোল দলে কি চমৎকার, শ্রী গোবিন্দ স্টেশনমাস্টার,
পরমাত্মা হয় পেসেঞ্জার, দেখ না বিচার করি।
এখান থেকে এরোপ্লেনে উদানবায়ু ভরি
সহস্রারে উঠ যাইয়া রশিদে কয় বিনয় করি ॥
পূর্ববর্তী:
« চলগো সখী জল আনিতে
« চলগো সখী জল আনিতে
পরবর্তী:
চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া »
চলনা চলনা মাধব নিশি যায় পোষাইয়া »
Leave a Reply