লাইনের উপর চলছে গাড়ি কেমন আজব কল
সকল সময় সমান চলে পুরান হইলে হয় দুর্বল ॥
অষ্টধাতুর মেশিনখানি আপনি চালায় খোদ কম্পানি
হাওয়া কলে মা জননী বসেছে মণিপুর দল।
নামে কুলকুণ্ডলিনী হাওয়ার কলে দিলে টিপনি
অহং বলে উঠে ধ্বনি সুহং বলে চলাচল ॥
এই গাড়িতে ছয়জন সোয়ারি নানান জিনিস বোঝাই করি
পাছে বেন্ধে মালগাড়ি করিতেছি কোলাহল।
যাইতে গাড়ি স্বর্গপুরে রাস্তায় ডাকাইতে মারে
নিয়ো রাইফেল তেমরা সঙ্গে করে তাহারি নামের ॥
জলের কলে ঝঙ্কার দিলে জল চলে তার ঊর্ধ্বনালে
ব্রহ্মছালে দুইটি নালে টপটপ করে পড়ে জল।
সম্মুখে তার দুইটি বাতি ক্ষমা নাইরে দিবারাতি
চার রঙ্গে ধরছে আকৃতি ব্রহ্মাণ্ড করে উজ্জ্বল ॥
দুই দিকে দুই হাইত না তাওয়া দুইটি চাকা ডাইনা বাওয়া
ঘুরিতেছে নিত্তি নয়া এই মাত্র গাড়ির সম্বল।
লাইন ছাড়িয়া গাড়ি পরলে পেসেঞ্জার সব যাবে চলে
কেউ না দিবে তারে তোলে সকলি বিদেশির দল ॥
যার হইয়াছে মেশিন খাঁটি কুমারের পুড়া মাটি
রঙ দিয়া করছে পরিপাটি চেনা যায় আসল নকল।
রসিদ উদ্দিন কর্ম বুড়া নতুন মেশিন হইল টেরা।
লাইন ছাড়িয়া হইল খাড়া, এই বুঝি তার কর্মফল ॥
পূর্ববর্তী:
« ললিতে, জলে গিয়াছিলাম একেলা
« ললিতে, জলে গিয়াছিলাম একেলা
Leave a Reply