গুইল মারা যায় গাতে মানুষ, গুইল মারা যায় গাতে ॥
অভাবেতে দেশ খাইয়াছে পয়সা নাই ভাই লোকের হাতে ॥
এইবার দেইখাছি কত, ভিজা শিয়ালের দল যত
দল বান্ধিয়া ঘুরে পথ মিল্যা বাপে পুতে।
মোটা মোটা লাঠি গিয়া দেখ তারার হাতে।
বাড়ি দিয়া মারে না গুইল জাবুরিইয়া গিয়া ধরে হাতে ॥
গুইল যদি পরে বেড়ে, পুতে উঠ্যা কয় বাপেরে
গুইল যদি আইজ ছুডে পরে কইলাম আচ্ছামতে।
একটা গুইল ছুঁইট্যা গেল ওই না জঙ্গলাতে।
বাপে পুতে কাইজ্যা লাইগ্যা বাপরে ধইর্যা পুতে জাতে ॥
বুইড়া বাড়িত গিয়া পরে, বুড়ির লগে আলাপ করে
রাখছে না আইজ মাইরা ফালইছেরে পুঙ্গির পুতে।
বুড়ি বলে গেছলা কেরে তুমি পোলার সাথে
তুমি যদি মইরা যাইতা করাবার চলত কার সাথে ॥
টাকার লোভেতে পড়ে, গুইল মাইরা দেশ উজার করে
ভাত যদি না থাকে ঘরে কি করবে তার জাতে।
গুইলের চামড়া পাঁচ টাকা হুনছি না হাতেগুতে
গুইলের চামড়া বিক্রি কইরা মিশি লাগায় বৌয়ের দাঁতে ॥
রশিদ উদ্দিন বানছে গান, শুন হিন্দু মুসলমান
ভারতের গিয়াছে সম্মান পইড়া অভাবেতে।
গুইল হইল গিয়া দেশের সম্পদ বুঝাই কত মতে।
ভদ্রলোকে গুইল মারে না গুইল মারে গোলামের জাতে ॥
পূর্ববর্তী:
« গিন্নি বিদায় দাও আমারে
« গিন্নি বিদায় দাও আমারে
পরবর্তী:
গুড্ডি রে, ওরে ও হাওয়াই গুড্ডি রে »
গুড্ডি রে, ওরে ও হাওয়াই গুড্ডি রে »
Leave a Reply