আসিলে সমন, শরীরের শক্তি তখন।
কোথায় করবে পলায়ন ভাবলে না একবার ॥
ছেলেমেয়ে শিশুকালে, কত কষ্টে মায়ে পালে
ক্ষুধা হইলে দুগ্ধ কলা খাওয়ায় বারবার।
কান্দে যদি পুত্রধন, চমকে উঠে মায়ের মন
কাম ছাড়িয়া দেয় মায়ে, শুনিয়া চিৎকার ॥
মায়ের মত স্নেহহময়ী এই জগতে আছে কই।
দধি চিড়া মুড়ি খই করে গো তৈয়ার ॥
পুত্র গেলে পরবাসে থাকে তার আশায় আশে
কবে বা আসিয়া পুত্র করিবে আহার ॥
পুত্র সেয়ান হইলে পরে দিনে দিনে হিংসা বাড়ে
মা কিছু কইলে তারে ফিরায়া দেয় ঘাড়
শুন বলিগো বুড়ি মাতা সাবধানে বলিও কথা
উঠাইয়া নিব মমতা মারিয়া আছাড় ॥
পুত্র যদি সাদী করে মনে মনে ভাবনা করে
থাকতাম না একঘরে ভাবনা কি আমার ॥
কথায় কথায় বিবাদ করে দেও আমারে পৃথক করে
পারি আমি যেমন করে চালাইব সংসার।
পিতাপুত্রের দেখে দ্বন্দ্ব রশিদ উদ্দির নাপছন্দ
ভাগ্যগুণে কপাল মন্দ হইয়াছে তাহার।
হায়রে কঠিন সংসার ঘটিতেছে কি অবিচার
পিতাপুত্রের এই ব্যবহার সহ্য করা ভার ।
পূর্ববর্তী:
« আসিলাম ভবেতে বাধিলাম মায়াতে
« আসিলাম ভবেতে বাধিলাম মায়াতে
Leave a Reply