রশিদ উদ্দিন ঘুরে ফিরে কাজ পাইলা না এই সংসারে
দুই সতিনের গান একটা বসিয়া বানায় ॥
দুই সতীন যার ঘরে কথায় কথায় বিবাদ করে।
আয়ু থাকতে স্বামী মরে দ্বন্দ্বেরি জ্বালায়।
অল্প কিছু রাগ করে দুই জনে দুই বিছানা করে।
ঠেকলো স্বামী ভীষণ ফেরে কার বিছানায় যায় ॥
যাবে স্বামী কার বাসারে বসে বসে চিন্তা করে
টিক্যা জ্বালায় তামুক ভরে নারিকেলের হুক্কায়।
গরু মরে দু’ঘাসায় মানুষ মরে দু’আশায়
এই ভাবে রাত্রি কাটায় হুক্কায় আর চোঙ্গায় ॥
দুই সতীনের দেখে দ্বন্ধ রশিদ উদ্দিন জবান বন্ধ।
দুই সাদি গিয়া কর বন্ধ কম শক্তিওয়ালায়,
কম শক্তি যার গায় উঠলে গিয়া দৌড়ের নায়
রাইতে দিনে জ্বর বায় বাইছেরি ঠেলায় ॥
মনে হইল আরেক কথা কেউ যাইওনা ঘরজামাতা
একজন মারলে লাগে ব্যাথা বাড়ির সমুদায়।
বেশি কথা কও যদি যত শালা-সমন্দি
লাঠি লইয়া কুদাকুদি মাথা ভাঙ্গতে চায় ॥
পূর্ববর্তী:
« রমজানের চান যে জন দেখেছে
« রমজানের চান যে জন দেখেছে
Leave a Reply