কারে লইয়া কাটাইলে নিশি প্রাণের বন্ধুয়ারে ॥
কারে লইয়া কাটাইলে নিশি ॥
আগে যদি জানতাম বন্ধু হইবে পরের বাসী ।
তবে কি আর পরান খুলিয়া এতো ভালবাসি ॥
প্রথম পিরিতের কালে দিলে মুখের হাসি ।
কীজন্যে ছাড়িয়া গেলে আমারে বানাইয়া দোষী ॥
কুল কলঙ্কের ভয় রাখি না অভাগিনী দাসী
চাতকিনীর মত হইলাম তোমার প্রেমের পিয়াসী ॥
কবি রশিদ কেন্দে বলে, যারা প্রেমের বিলাসী
বিদেশি পুরুষের সঙ্গে কইরওনা মিশামিশি ॥
পূর্ববর্তী:
« কারে দেখাবো মনের দুঃখ গো
« কারে দেখাবো মনের দুঃখ গো
পরবর্তী:
কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী »
কালরূপ হেরিয়া এমনি হইলাম গো সখী »
Leave a Reply