তারে ভাবতে গেলে প্রাণ আকুল
ফুলবাগানে নানান রঙ্গের ফুটল ফুল ॥
সে ফুল আধঃ মুখে রয়, তারে তত্ত্বশাস্ত্রে কয়
কারো ভাগ্যে ঊর্ধ্বমুখী কারো ভাগ্যে বাঁধলো গোল ।
যখন লাগে অমাবস্যা, তখন দেখা দেয় সমস্যা
অন্ধকারে চন্দ্র লোকায় ভ্রমর এসে হয় আকুল ॥
দেখতে পূর্ণমাসির দিন, একটি পদ্মপাতার চিন
পূর্ণচন্দ্র জলে ভাসে আলো করে গগন মূল ॥
কাঙ্গাল রশিদ উদ্দিন কয়, তারে খুব তালাশ করতে হয়
বাগান মূলে গভীর জলে, ডুব দিয়া সেই রত্ম তোল ॥
পূর্ববর্তী:
« তারে দেখলে হয়রে প্রাণ শীতল
« তারে দেখলে হয়রে প্রাণ শীতল
পরবর্তী:
তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে »
তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে »
Leave a Reply