দেখবেরে মারফতের কল,
জোয়ারভাটার পাড়ঘাটে আমার সঙ্গে চল ৷
মাসে মাসে জোয়ার আসে শহর বাজার করে তল ॥
সেই নদীতে আছে তিনটি খাল
তিন ধারাতে চলে নদী বাজে তিনটি তাল
তিন রঙ্গেতে চলে পানি সাদা সবুজ লাল টলটল ॥
যেজন সাধুপুরুষ হয়, জোয়ার ভাটার খবর জেনে নদীর পাড়ে রয়,
দুগ্ধ জলে এক হইলে, দুগ্ধ খায় ফালাইয়া জল ॥
সেই নদীর মাঝে ত্রিবেণী, বার মাসে একদিন ভাসে চন্দ্র রুহিনী ।
সেই চন্দ্র যে ভেদ কইরাছে, গায়ে পাইয়াছে অতি বল ॥
আদি চন্দ্ৰ অনুগত মূল, চারিচন্দ্রের উৎপত্তি করে জীবের সঙ্গেতে গরল
সেই চারি যার হইল অধিকার, মরবে না খাইলে হলাহল ॥
আছে একটা রুহিনী চন্দ্র, মায়ের সঙ্গে খুব গোপনে কইরাছে কেন্দ্ৰ
পুরুষের কাছে জানি তার কিছু নকল ॥
কাহারে না বিশ্বাস করি, মালা তিলক জঠা মাথে দশ পাঞ্জাধারি
এরা আশায় আশায় ঘুরছে যেমন ভলন্টিয়ার দল ॥
রশিদ উদ্দিন ধইরা বহুকাল দেশবিদেশে ঘুরছে কত পাইতে মতিলাল ।
কামসমুদ্র মন্থন করে পাইল কিছু মন্দের ফল ॥
পূর্ববর্তী:
« দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল
« দেখবি যদি মোহন ছবি চর্ম চোখের পর্দা খোল
পরবর্তী:
দেখিলাম না আল্লাজির নাম একবার ডাকিয়া »
দেখিলাম না আল্লাজির নাম একবার ডাকিয়া »
Leave a Reply