তরী বাইওরে সুজন নাইয়া বেলার দিগে চাইয়া ॥
অকুল নদীর বিষম পানি কেনবা রইলে বইয়া ॥
অসময়ে খোলছ তরী সময় না বুঝিয়া ।
হাওয়ার জোরে ভক্তি ডুরে বাদাম দাও তুলিয়া ॥
বায়াত্তর বছরের রাস্তা যাইতে পাড়ি দিয়া ।
নয়ন ফলক ঠিক রাখিয়া যাইও গো উজাইয়া ॥
কারবালা প্রান্তরের মধ্যে যাও হুঁশিয়ার হইয়া ।
রক্তবরণ জল চলে তার শঅজে চুঁইয়া চুঁইয়া ॥
মারাজাল বাহরাইন নদীদ্বয় যাইতে হবে বাইয়া ॥
গুলাইর নদী পাতাল ভেদি জানো রে সব নাইয়া ॥
রশিদ উদ্দিন ভাঙ্গা তরী গিয়াছে ডুবিয়া ॥
পূর্ববর্তী:
« তরা দেখ সখীগন ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ
« তরা দেখ সখীগন ভালোমতে কাটে গুয়া দেবের নারীগণ
পরবর্তী:
তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয় »
তরুতলে বাঁশি কে বাজায় গো সখী জানিয়ে আয় »
Leave a Reply