দেশের দেখলে না নমুনা ॥
যেই দেশেতে মানুষ গেলে আল্লা নবীর নামটি লয় না
সেই দেশেতে এক যুবতি, ইশারায় করে ডাকাতি
কত লোকের হয় ক্ষতি বাও যারা জানে না ।
বিদেশের বাণিজ্য গেলে লাইও ষোল আনা
লাভের আশা থাকলে মনে পুঞ্জি বিনে কেই যাইও না ॥
সে যখন করে ডাকাতি, কেউ নয় কারো পক্ষপাতি
আদালতের নাইরে নথি, ফৌজদারি কারখানা ।
কেবা মারে কেবা মরে কেউ কারে ফিরায় না
মাতা পিতা ভাই বেরাদর কেউ তখন কাছে থাকে না ॥
সে যখন ডাকাতি করে কেহ যদি দেখে তারে
কোন জনায় কারে মারে কেউ চিনতে পারে না
আল্লা নবীর দোহাই দিলে ও কিছুতেই শুনে না ।
চোখ রাঙিয়ে বলে তোমার, আল্লা নবীর ধার ধারি না ॥
সেই দেশটা ভাই অতি গরম, অগ্নিকুণ্ড জ্বলছে হরদম
লোহা দিলে হয়রে নরম কাঠখড়ি লাগে না ।
শ্মশানেতে মরা পোড়ে সবার আছে জানা ৷
এই শ্মশানে জেতা পোড়ে মরা গেলে পোড়া যায় না ॥
ঐ ঘাটের যে হয় ঘাটুনি, নামটি তাহার কাম কামিনী
মায়াবিনী রাক্ষসীনী মানুষ ছাড়া খায় না
সেই শ্মশানে পোড়া গাড়া না করলেও চলে না
রশিদ উদ্দিন পুড়তে পুড়তে পুড়ে গেল চৌদ্দ আনা ॥
পূর্ববর্তী:
« দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে
« দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে
পরবর্তী:
দেহ মাঝে রয় না পাখি »
দেহ মাঝে রয় না পাখি »
Leave a Reply