চুলা বানাইল কি কৌশলে ॥
কলের চুলায় জল দিলে আগুন জ্বলে
কেমন সুন্দর কলের চুলা কত লোকের উলা-মেলা ।
(কত) ধনীমানি পান্থশালায় আসে যায় দলে দলে ॥
গরীবদুঃখির অতিথিখানা খাইতে গেলে পেট ভরে না,
এক তরকারির বেশি দেয় না পাক কইরা দেয় এক জ্বালে ॥
সেই খাওনের কেমন মজা ঘৃত ছানা মুণ্ডা ভাজা,
(যত) ভিখারী গিয়া সাজে রাজা সেই খাওনের মায়ায় ভুলে ॥
হিমালয় পর্বতের পরে জল রেখেছে সরোবরে,
যার যেদিন দরকার পড়ে জল আসে তার টিপ দিলে ॥
যত আছে খোদার বান্দা এই চুলাতে সবার রান্দা,
গরম থাকতে হয়রে গান্ধা, ভাবিয়ে রশিদ বলে ॥
পূর্ববর্তী:
« চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
« চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
পরবর্তী:
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান »
চৈত্র মাসে বৃষ্টির জলে নিল বোরো ধান »
Leave a Reply