আপন ঘরের খবর জানতে ও মন তাড়াতাড়ি আয় ॥
মায়াফাসে বন্দি হইয়া চিনলেনা তুমি তোমায় ॥
মনরে…আপনি হইয়া মেস্তরী, পঞ্চভূতে বানছে তরী
আপনি নিজের কাঁচারি কৌশল করে বানায় ৷
ক্ষিতি, অব, তেজ, মরৎ, ভূমে এইঘর বানাইয়া শ্যামে
রাধাকে রাখিয়া বামে কি সুন্দর বাঁশী বাজায় ॥
মনরে… পঞ্চ আত্মা পঞ্চ প্ৰাণ, এই দেহে লাগায় ভগবান
প্রাণ-অপ্ৰাণ সমান বিয়াম, উদ্যাম আছে এই দেহায় ৷
এই পাঁচজনায় ছয়টি পদ্মে, ঘুরে বেড়ায় দুইটি শব্দে
অহং শব্দ উঠে ধ্বনি, সুহং বলে বাইরে যায় ॥
মনরে…চাষ করিবার জিনিষ আছে, সকলি বিফল যাইতেছে
আবাদ জামি পতিত পরছে, ছয় বলদে বেড়াইয়া খায় ৷
সময় থাকতে গুরু ধর পতিত জমি আবাদ কর
ফসল দিয়া গোলা ভর শেষকালে তোর নাই উপায় ॥
মনরে… চেয়ে দেখ আপন চোখে, তোমারই নিজ বুকে
এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায় ।
যেদিন পাখা বন্ধ হবে, আর না ফিরে ঘরে আসবে
দেশের মানুষ দেশে যাবে, নিবে রে সমন বেটায় ॥
মনরে…ভেবে রশিদ উদ্দিন বলে, যারে নিয়া দিন কাটাইলে
সে থাকিবে রঙমহলে তুই থাকিবে গাছতলায় ৷
জমাখাতায় দেখ দেখি, জমা নাই তর সবি বাকি
যমে যেদিন মারবে উঁকি, পলাইয়া থাকবে কোথায়?
পূর্ববর্তী:
« আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন
« আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন
পরবর্তী:
আপন চিনো করো রে মন »
আপন চিনো করো রে মন »
Leave a Reply