প্রেমের গাছে একসঙ্গেতে, ফল ধরছে একজোড়া ।
গাছের তলে ফল পাড়িতে, খাড়া আছে তিন চোরা ॥
তার গোড়া ডালা বোঁটা কালা, কষ পড়ে তার ধলা
ধলা ভাল ছাড়া তার বটা গোলা, সর্পের মত ফণা ধরা ॥
গাছের তলায় কালের বাসা, ফল পাড়িতে নাইরে আশা
ভক্তি ছাড়া যুক্তি করলে, প্রাণে মারা যাবে তোরা ॥
বলে বাউল রশিদ উদ্দিন, কামরতি আর প্রেমরতি
সঙ্গে নিয়া শুরু রতি সিঁদ কাটরা চোর বাইরে খাড়া ॥
পূর্ববর্তী:
« প্রেমপিপাসা আমার রইল রে মনে
« প্রেমপিপাসা আমার রইল রে মনে
পরবর্তী:
প্রেমের বাজারে যাইতে কয়জন পারে »
প্রেমের বাজারে যাইতে কয়জন পারে »
Leave a Reply