সে যে স্বয়ং প্রভু কর্তা, সর্ব জীবের সত্তা
তার কোন অসমর্থা নাই সংসারে ॥
ঊর্দ্ধ-অধঃ দশদিক ব্যাপিয়া, অনল অনিলে আছে সমীরে ছাপিয়া
ভূগর্ভ সলিলে, পত্র পুস্প ফলে, ইন্দুা বিন্দু সিন্ধু ভাস্করে ॥
ইরানে তুরানে প্যারিসে মদিনে, গয়া গঙ্গা বেনারসে কাশী বৃন্দাবনে ।
আসমানে জমিনে, বিজলী বিমানে নক্ষত্র নিকার সাকারে ॥
স্থাবর জঙ্গমে অনাদি নিধন, আকারে হয় তার আদর্শ লিখন ।
নিত্য নিরঞ্জন, ব্যাপিয়া গগন, আলোকে তিমিরে সাগরে ॥
সে যে সারঙ্গ মৃদুঙ্গ জয় ঢাকে ঢোলে, খোলে করতালে তার মধু নাম বুলে
যেখানে তার নাম, সেখানে তাঁর ধাম, আনন্দে প্রভূ বিরাজ করে ॥
বাউলকবি রশিদ বলে কেন ভ্রম দূরে
তর্কবিতর্ক ছেড়ে ফিরে আস ঘরে।
মঠ কি মন্দিরে, মরো কেন ঘুরে, আছে তোমার অন্তঃপুরে ॥
পূর্ববর্তী:
« সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে
« সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে
পরবর্তী:
সে হইল গো নিষ্ঠুর কালিয়া »
সে হইল গো নিষ্ঠুর কালিয়া »
Leave a Reply