খোদা বিশ্ব ব্যাপিত, কণিকার মত, প্রেমে বিরাজিত বাসারে ॥
আগে দীপ্তিমান কর তমিস্রা বাসরে
জ্বলানির কেন্দ্রে গিয়া বস ভক্তির জোরে।
তোরা পরে অলসতায়, যাইওনা তন্দ্রায়, দেখবে যদি তাঁরে কটাক্ষ ভরে ॥
এই চাইয়া দেখ তোমার দেহ পরম যিনি
তাতে ফুটিয়াছে কত ষড়জ ললিনী ।
কত হইতেছে প্রেমের বিকিকিনি, কিনবে যদি আয় সস্তা দরে ॥
সে যে পরম করুণাময় নির্মল আকারে
জগতের বাইরে থাকে স্রষ্টা বলে তারে ।
(সে যে) অনাথিনীর ধন, অনাশ্য রতন, অনাসন অনাতুরে ॥
সর্ব জীবের হস্তা সে যে হয় নিরুপমা
পরম ঐশ্বর্যশালী জীবের জীবন বীমা
(সে যে) প্রেমেরি লুলুপে, বন্ধ মধুকূপে, যেজন তারে খুঁজতে পারে ॥
বাউলকবি রশিদ উদ্দির মন সদা সিক্তময় ভুবন,
ধাত্রী মাতার কুলে তাঁহার যাইতেছে জীবন
কামিনী কাঞ্চন, হইল না বর্জন, পরিয়াছে ঘোর আঁধারে ॥
পূর্ববর্তী:
« খুলি নেও গলার হার গো ললিতে
« খুলি নেও গলার হার গো ললিতে
পরবর্তী:
গউর এ যে প্ৰেম করিল যে রসে কেউ ডুবে না »
গউর এ যে প্ৰেম করিল যে রসে কেউ ডুবে না »
Leave a Reply