গন্ধম চিনিয়া বাছিয়া বাছিয়া, সময়মত গিয়া তুল ॥
যে গন্ধম খাইয়া আদম হইল গোনাহগার
আজপর্যন্ত আমরা সবে করিতেছি আহার
যেমন হযরত আদম, হওয়া তাহার গন্ধম
এই হইল তার কথার মূল ॥
গুপ্তকথা ব্যক্ত করতে প্রাণে লাগে ভয়
মুন্সি মোল্লায় লাগাল পাইলে লাঠি হাতে লয়
না বুঝিয়া ঘটায় বিপর্যয়, আসল কথায় করিয়া ভুল ॥
ছুটেছি পাগল বেশে প্ৰাণে নাই শঙ্কা,
আসল কথা ভেঙ্গে বলি মারিয়া ডঙ্কা,
ছারখার করিয়া দিব লঙ্কা,
যার জন্যে এত হুলস্থুল ॥
মানুষ আর কোরানে জোনো রইয়াছে স্বাক্ষর,
আলেপ লাম মীম এই তিন কোরানের অক্ষর
এই তিনে ধরিয়া, বিচার করিয়া, তৈয়ার করগা শানেনুজুল ॥
হাওয়া আদম ছিল যখন বেহেস্তখানায়
তিন ফোঁটা খুন জারি হইল তথায় ।
এই তিন ফোঁটা দ্বারা, দেহ কোরান হইল খাড়া
ভাবিয়া তোমরা হবে আকুল ॥
গন্ধমের রস দিয়া বানাইয়া কালি,
ছাপাখানার ঘরে কোরান দিতেছে তালি
শুনলে লোকে পাড়ে গালাগালি, শুনে এইসব কথার বুল ।
কবি রশিদ উদ্দিন ঘুরতে ঘুরতে হইয়া পেরেশান
গন্ধম গাছের তলে গিয়া পাইয়া ময়দান
সে যে গাছের তলে গিয়া, পড়িল ঘুমাইয়া
চোখেতে পড়িল ধুল ।
পূর্ববর্তী:
« গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন
« গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন
Leave a Reply