না ছিল আসমান জমি আগুন হাওয়া মাটি পানি
বেদ বেদান্ত শাস্ত্র এই যে ধর্মের কোরানখানি ॥
নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে
ছিলেন প্রভু একশ্বরে নাহি সঙ্গিনী ॥
আপন কুদ্রতের জোরে, এস্কের আগুনে পুড়ে
হা নামে করছে ধ্বনি ॥
হা-নামে ছিল হাহাকার সঙ্গেতে কেউ না ছিল তার
এস্কের আগুন অঙ্গার হইলেন আপনি ।
চতুর্দিকে হা-শব্দ, বাজিতে লাগিল বাদ্য,
হায় দয়াল চান গুণমণি ॥
হা, হে দুই মিশল যখন, উদয় হইল পাক নিরঞ্জন
সৃজিবে বলিয়া আদম কইলেন তখনি ।
হুয়েতে আসিয়া পরে, আপনি সাই আসন করে
রাব্বে কুল কাদের গনি ॥হুয়েতে হু ভাবের জন্ম, আপনি করেন আপনার কর্ম্ম
কি বলব তার নিগূঢ় মর্ম ভাবতেছি দিনরজনী।
হু ভাবেতে বিম্ব তৈয়ার, তিন শব্দ গেল তারি মাঝার,
বলব কি আর রইল গোপনী ॥
হায়েতে আপনি সামাদ, হে তে হইলেন মোহাম্মদ
হু-য়েতে আদম বুনিয়াদ এক সুতার গাঁথুনি ।
হু-য়েতে আওয়াজ তখন, উঠতে থাকে ঘনার ঘন
ফুটল একটি নূরের রৌশনি ॥
সেই নুরের আলো ছড়া উপড়ে কাল শেওলা খাড়া
সেই নুরে ফাতেমার চেহারা হায়রে গুলবদনি ।
বিম্ব মিশিয়া গেল, অঙ্গের চারখান গয়না হইল
ডাকল তারা মা-জননী ॥
রশিদ বলে এ সংসারে চিনল না কেউ আপনারে
দিন গেল ঘুরে ফিরে কাঁধে লইয়া কুলুর ঘানি ।
এসে মানুষ ভর ধরায়, মইল শুধু পেটের জ্বালায়
গলায় ফাঁসি কাল রমণী ॥
পূর্ববর্তী:
« না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
« না আসিয়া মনচোরা নিশি হইল ভোর
পরবর্তী:
নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না »
নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না »
Leave a Reply