(\’ওগো স্ৰষ্টা জাতিভ্ৰষ্টা তুমি হইলা নষ্টার মূল\’ এবং \’ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে\’ গানের জবাব)
সংসার জুড়িয়া, দেখেছি ঘুরিয়া,
মতামত আমার মিলে না ॥
কেহ বলে আছে স্রষ্টা কেহ বলে নাই,
থাকলে আছে অচল হইয়া চলনশক্তি নাই ৷
(মোরা) নিজের ইচ্ছায় ঘুরিয়া বেড়াই, করি যে কত কল্পনা ॥
কেহ আছে দ্বৈতবাদী করিয়া পোষণ
কেহ যে অদ্বৈতবাদী সকলি বর্জন,
কেহ আছে ত্রিতবাদী মতবিরোধী কয়জনা ॥
যে যাহা বলিতেছে সবেই বলে ঠিক
কারে কি বলতে পারি আস্তিক নাস্তিক ।
কোনটা সঠিক কোনটা বেঠিক আমি কিছুই বুঝি না ॥
এ বিশ্বের সবাই যদি থাকিত একমত
তবে বোধহয় হইত না আর প্রলয় কিয়ামত
সবি যার তার মতে, চলে যার তার পথে
গোলক ধাঁ-ধাঁ মিটে না ॥
বাউলকবি রশিদ বলে বিবিধ বিষয়
কোন শক্তিতে মুক্তি হবে দেখেন মহাশয়
আমি আমার কারে কেবা কয়
চেনা কিম্বা অচেনা ॥
পূর্ববর্তী:
« শ্ৰীহরিনামের তরী পার করিবে গো ভবাসিন্ধু রে মন
« শ্ৰীহরিনামের তরী পার করিবে গো ভবাসিন্ধু রে মন
পরবর্তী:
সই আমি বসে রৈলাম করা আশায় »
সই আমি বসে রৈলাম করা আশায় »
Leave a Reply