(\’স্রষ্টা কি আর ভ্রষ্টা হইতে পারে?\’–গানের জবাব)
ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে ॥
তুমি দোষী বল কারে ॥
স্রষ্টায় করিয়া সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি
মিলাইয়া দেখ কুষ্টি কোন জনায় কি করে ॥
ইচ্ছা জ্ঞান তোমারে দিয়ে অচল হইয়া পরে
ফুটবলের আকারে আছে যে যে ভাবে বেদায় তারে ॥
ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করে হায়ার
খেলাতে করছে ইন্টার অতি জোরে জারে ॥
চৈতন্য রেফারি হইয়া অফছাইট ফাউল ধরে
কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারে করে ॥
ইতর ভদ্র মেথার মুচি, প্রভুর কাছে সবি শুচি
তবে কেন খোঁচাখুঁচি করে লোকাঁচারে ॥
চোর কি সাধু নামের মধু উভয়ে পান করে,
বলা ভেমরুল, মৌমাছির দল, এক ফুলেতে আহার করে ॥
আকাশেতে সূর্য উঠে বিশ্বব্যাপী কিরণ ছোটে
ঘটে মাঠে তটে পটে পাহাড়ে পাহাড়ে ।
কেহ কি আর বলতে পারে ভিন্ন বাসে কারে
সবার মন যোগাইয়া চলে যে যেভাবে ডাকছে তারে ॥
নিষ্কলঙ্ক নিষ্কণ্টকে সম্রাটে কি লাটে কণ্ঠে,
চৌদ্দ পটে, নামটি রটে, অন্তরে বাহিরে।
বাউলকবি রশিদ বলে দোষেী যে কয় তারে
সেই পাপিষ্ঠ রাস্তা ভ্রষ্ট, হবে সে সৃষ্টির বাহিরে
পূর্ববর্তী:
« ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
« ওরে সঙ্কটে বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
পরবর্তী:
ওরো ও মনা- মনা তুমি ভাবিয়া দেখছনি »
ওরো ও মনা- মনা তুমি ভাবিয়া দেখছনি »
Leave a Reply