মানুষ ধর মানুষ ভজ শোন বলিরে পাগল মন ।
মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন ৷
মানুষ কি আর এমনি বটে যার কারণে জগৎ রটে
ঐ যে পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন ॥
চৌদ্দতালার উপরে দালান তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান বরজখে করছে আসন ॥
তালাশে খালাস মিলে তালাশ কর রংমহলে
উঠিয়া হাবলঙ্কের পুলে চেয়ে থাকে সারাক্ষণ ।
উঠিয়া দেখিবে পুলে দুই দিগেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদ উদ্দিন বলে চমকিছে স্বর্ণের মতন ॥
দুই ধারেতে দুই কটড়া হায়াত আর মউত মাঝে
ভরা সময় থাকতে খোঁজগে তোরা নিকটেতে কাল সমন ।
সোনারপুরি আঁধার করে যেদিন পাখি যাবে উড়ে
শূন্যখাঁচা থাকবে পড়ে, কে করবে আর তার যতন ॥
(কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ তাঁর ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ‘মানুষ ধর মানুষ ভজ/ শুন বলিরে পাগল মন’ গানটি ব্যবহার করেন। ১৯৯৯ সালে গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার (মরণোত্তর) হিসেবে পুরস্কার পান রশিদ উদ্দিন।
পূর্ববর্তী:
« মানুষ দেখি চতুর্ধারে, মানুষ কোথায় পাইরে
« মানুষ দেখি চতুর্ধারে, মানুষ কোথায় পাইরে
পরবর্তী:
মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া »
মানুষ বানাইয়া খোদা গেল ছাপিয়া »
Leave a Reply