গানের আসরে যখন গান গাইতে যাই।
অনেক মহাজনের গান তখন গাই ॥
সকল মহাজনের গানে একই কথা বলে।
পির মুর্শিদ ভজিতে হয় আপন জানতে হলে ॥
কামেল মুর্শিদের সঙ্গ করা দরকার।
গুরু ব্যক্তি কেমন হবে ভেদ জানি না তার ॥
একদিন বসিলাম এক মহাজনের কাছে।
জিজ্ঞাস করলাম, আমার মুর্শিদ কোথায় আছে ॥
তিনি বললেন, পূর্বে নিজের মন ঠিক করে লও।
পরে এই মহান কাজে ব্রতী হও ॥
বলিলেন পাবে তারে সে নহে তো দূরে।
আশিক হয়ে খুঁজলে মিলে আছে মাশুকপুরে ॥
ঘুরিতে ঘুরিতে মন যথায় গিয়ে রয়।
তথায় তোমার প্রাপ্য বস্তু জানিও নিশ্চয় ॥
শ্রদ্ধেয় ব্যক্তি তিনি সালাম করলাম ।
পরে আমি আমার রাস্তা ধরলাম ॥
মহাজনের কথা শুনে ভরসা নিলাম।
একদিন পাব বলে আশায় ছিলাম ॥
গ্রাম গঞ্জে ঘুরে সদা বাউল গান গাই।
পির ফকির আউলিয়াদের সমাবেশে যাই ॥
সৈয়দ শাহনুরের বালক কুরফান আলী ছিল।
শাহনুরের ছুরির নিচে গলা পেতে দিল ॥
শাহ কুরফান আলীর বালক ইমান আলী নাম।
সুনামগঞ্জের অন্তর্গত মুক্তাখাই গ্রাম ॥
এই গ্রামে ইমান আলী ফকিরের মাজার।
উরস হয় ফারুন মাসের প্রথম সোমবার ॥
মনে জেনে এই উরসে অংশ নিলাম।
বাউল আসকর আলী এবং আমি ছিলাম ॥
সারা রাত্র দুই জনে গান সেদিন গাইলাম।
এই উৎসবে একজনের দেখা পাইলাম ॥
উকারগাঁও জন্মস্থান মৌলা বক্স নাম।
দেখা পেয়ে পূর্ণ হইল মনস্কাম ॥
মৌলা বক্স মুন্সি একজন আলেম ছিলেন ।
সুফি মতবাদে পূর্ণ বিশ্বাস নিলেন ॥
মুন্সি সাহেবের মুর্শিদ আব্বাস কুারি নাম।
সুনামগঞ্জের নিকটে সাধকপুর গ্রাম ॥
সাধকপুর কৃারি সাহেবের মাজার হয়েছে।
এই গ্রামে কারি সাহেবের বংশধর রয়েছে ॥
ক্বারি সাহেবের কথা শুনতে যাহা পাই।
বর্তমান ইতিহাসে লিখা তাহা নাই ॥
ক্বারী সাহেবের যারা শিষ্যত্ব নিলেন।
এর মধ্যে অনেকেই আলেম ছিলেন ॥
উরস হয় নির্দিষ্ট তারিখ আছে তার।
ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার ॥
ক্বারি সাহেব মহাসাধক ছিলেন।
মৌলা বক্স মুন্সি সাহেব শিষ্যত্ব নিলেন ॥
মুন্সি সাহেবকে দেখে ভাবনায় পড়লাম।
মুর্শিদ ভজিতে মনে সিদ্ধান্ত করলাম ॥
তখন আবার আপন মনে করি এই বিচার।
পিতা-মাতার হুকুম নেওয়া আমার দরকার ॥
মনের কথা কই না কারে মনে মনে আছে।
বাড়িতে আসিলাম আমার পিতামাতার কাছে ॥
পিতা মাতার আদেশ নিতে সমস্যায় পড়লাম।
রাত্রে নীরবে মাকে জিজ্ঞাসা করলাম ॥
বললাম, মাগো আমি মুর্শিদ ভজতে চাই।
ভালো কাজ এতে কোনো সন্দেহ যে নাই ॥
আলেম কামেল ব্যক্তি বৃত্তজ্ঞানী লোক।
সুফিবাদে বিশ্বাসী পরম ভাবুক ॥
মা বললেন, তুমি আমার একমাত্র ছেলে।
মুর্শিদ ভজিতে হয় বয়স প্রাপ্ত হলে ॥
এখন মুর্শিদ ভজিতে কে বললেন তোমায়।
মুর্শিদ ভজলে মানুষ নাকি পাগল হয়ে যায় ॥
আমি বললাম, একটি কথা আমার মনে পড়ে।
যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে ॥
এই মানুষের সঙ্গ করে হব না বেহুশ।
ভোগী নয় ত্যাগী এই মহাপুরুষ ॥
মা বললেন, তুমি যদি ভালো মনে কর ।
তোমার পিতার আদেশ নিয়ে এই রাস্তা ধর ॥
আমি বললাম, মাগো আমি পিতাকে ভয় পাই।
আদেশ নিয়ে দাও গো মা আমি যাহা চাই ॥
মনে ভাবনা ছিল কী হইবে পাছে।
মা আমার প্রস্তাব নিয়ে গেলেন পিতার কাছে ॥
এখানেই ভয় ছিল পিতা কি বলেন।
স্থির ধীর ভাবে মা উপস্থিত হলেন ॥
মা যাহা জিজ্ঞাসা করেন শুনে নিলাম।
আমি মায়ের কাছে আড়ালে ছিলাম ॥
মা বললেন, ছেলে আপনার আদেশ নিতে চায়।
সে আপনার কাছে বলতে ভয় পায় ॥
একজন কামেল লোক তার চোখে পড়েছে।
মুর্শিদ ভজিবে মনে আশা করেছে ॥
আলেম কামেল ব্যক্তি অতি প্রাচীন লোক।
শ্রদ্ধার পাত্র তিনি পরম ভাবুক ॥
পিতা বললেন, জানি আমি সে এসব বলিবে।
পির চাচা নসিব উল্লার মতে সে চলিবে ॥
ভালো কাজে চলে যদি ভালো বিবেচনায় ।
উদ্দেশ্য সৎ হলে আল্লাহ তার সহায় ॥
পিতা-মাতা অনুমতি দিলেন যখন।
আমার অন্তরে শান্তি আসিল তখন ॥
মনে ভাবি দয়াল আমার সহায় ছিলেন।
পিতা-মাতা ভালো মনে বিদায় দিলেন ॥
পিতা-মাতার চরণ ধুলি মস্তকে লইলাম।
পরের দিন ভোরবেলা রওয়ানা হইলাম ॥
পনেরো মাইল দূরে হইল মুর্শিদের বাড়ি।
মনে চায় যত শীঘ্র যাইতে আমি পারি ॥
মুর্শিদের বাড়িতে গিয়ে খোঁজ নিলাম।
মুক্তাখাই গ্রামে আছেন খবর পাইলাম ॥
সেখানে গেলাম আপন কর্ম সারিতে।
দেখা হলো মুবারক শাহ ফকিরের বাড়িতে ॥
মুর্শিদের সঙ্গে দেখা হইল যখন।
বাউল আসকর আলী ছিলেন তখন ॥
এই রাত্র মুবারক শাহর বাড়িতে রইলাম।
আমি এবং আসকর আলী মুরিদ হইলাম ॥
মুর্শিদ ভজিতে মনে বড় আশা ছিল।
মুর্শিদ আমায় দয়া করে কোলে তুলে নিল ॥
মুর্শিদের কাছে যখন মুরিদ হইলাম।
কয়েক দিন মুর্শিদের কাছে রইলাম ॥
মুর্শিদের ভক্তবৃন্দ অনেকেই ছিল।
সবাই আমায় ভালোবেসে কাছে স্থান দিল ॥
পূর্ববর্তী:
« গানে ডাকি মুর্শিদেরে গানে খুঁজে পাই
« গানে ডাকি মুর্শিদেরে গানে খুঁজে পাই
পরবর্তী:
গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায় »
গানের ভিতর প্রাণের কথা বলতে মনে চায় »
Leave a Reply