আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার ॥
আশা দিয়া প্রেম বাড়াইল
কী দোষে নিরাশ করিল গো
নয়নজলে বুক ভাসাইল
এই ছিল বাসনা তার ॥
সখি আমার উপায় বলো
প্রাণবন্ধুর তালাশে চলো গো
কী আগুন জ্বালাইয়া গেল
কলিজা হইল আঙ্গার ॥
আমি কুলের কলঙ্কিনী
শান্তি নাই দিন রজনী গো
বাকি আছে নিতে প্রাণী
আবদুল করিম পাগেলার ॥
পূর্ববর্তী:
« আর কি আমার আছে গো বাকি
« আর কি আমার আছে গো বাকি
পরবর্তী:
আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে »
আর কিছু না মানে আমার প্রাণে গো গৌর বিনে »
Leave a Reply