আরে ও কৃষক মজুর ভাই
একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
সাত বৎসরের লীগ
শাসনে সোনার অঙ্গ ছাই রে
ও ভাই সোনার অঙ্গ ছাই
এক মুখে বলি কত
যত দুঃখ পাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
কেউ করতেছে এ জগতে
বেহেস্তের বাদশাই রে
ও ভাই বেহেস্তের বাদশাই
আমরা দেশের মজুর চাষি
আমরার ভাগ্যে ছাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
শিক্ষা দীক্ষা না হইলে
চাকুরির আশা নাই রে
ও ভাই চাকুরির আশা নাই
আমরা মধ্যে মধ্যে একদুজনে
চৌকিদারি পাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
রোদে পুড়ি মেঘে ভিজি
লাঙ্গল চালাই আমরা ফসল ফলাই
ভাই ফসল ফলাই
খাবার বেলা ভাত মিলে না
রোগে ঔষধ নাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
আওয়ামী লীগের কাজের ফলে
ক্ষুধায় অন্ন পাই
ভাই রে ক্ষুধায় অন্ন পাই
নইলে এবার শ্মশান আর
করে হইত ঠাঁই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
জনাব শহিদ-ভাসানীর
গুণের সীমা নাই
ভাই রে গুণের সীমা নাই
অল্পদিনে যা করেছেন
ধন্যবাদ জানাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
যে মোদের উপকার করে
আমরা তাকে চাই
ভাই রে আমরা তাকে চাই
স্বার্থভোগী শত্রুর দলের
মুখে পড়ক ছাই
রে কৃষক মজুর ভাই ॥
ও ভাই রে ভাই
বাউল আবদুল করিম বলে
পূর্ণ স্বাধীন চাই
ভাই রে পূর্ণ স্বাধীন চাই
এক যদি সব হইতে পারি
কারে বা ডরাই
রে কৃষক মজুর ভাই ॥
পূর্ববর্তী:
« আরে ও আষাঢ়িয়া পানি
« আরে ও আষাঢ়িয়া পানি
পরবর্তী:
আরে ও ডালের কোকিল »
আরে ও ডালের কোকিল »
Leave a Reply