নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া
মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
থাকিতে সুজন নাইয়া যাব আমরা বাইয়া ॥
নাইয়া রে, স্বাধীন বাংলার সারি গেয়ে রঙিন পাল উড়াইয়া
কৃষক মজুর সবাই মিলে বাও নৌকা কৌতূহলে
সত্যের হাল রাখিয়া ॥
নাইয়া রে, পূর্বে রবি রাঙা ছবি উদয় গেল হইয়া
সোনার বাংলা গড়তে এবার কৃষক মজুর হও হুঁশিয়ার
যাইও না ভুলিয়া ॥
নাইয়া রে, সাগর পাড়ি দিয়ারে নাও কিনারা ভিড়াইয়া
বাউল আবদুল করিম বলে হাসবো একদিন সবাই মিলে
পরান খুলিয়া ॥
পূর্ববর্তী:
« নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না
« নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না
Leave a Reply